রোববার (২৫ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচন আগামী বছরের ৩০ জুনের ওই পাড়ে যাবে না। এ আশ্বাসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রেস সচিব জানান, বৈঠকে রাজনৈতিক দলের নেতারা প্রফেসর ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা তারা পূর্ণ সমর্থন করছেন। শফিকুল আলম বলেন, “আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে নেতারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।”
বৈঠকে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২০২৬ সালের ৩০ জুনের পরে কোনোভাবেই নির্বাচন গড়াবে না।
বৈঠকের পর নেতারা এই ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।
বৈঠকের উদ্দেশ্য ছিল রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা।