জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (১৪ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন,
“বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্রুতই প্রধান উপদেষ্টার বৈঠক হবে। শিক্ষার্থীদের ৩ দফা দাবির বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে। যৌক্তিক দাবি-দাওয়ার ব্যাপারে সরকার বরাবরই ইতিবাচক, তবে কোনো কিছু হলেই ‘যমুনায় চল’—এই প্রবণতা আর চলবে না। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে যাবে।”
বৈঠকের আগে একই দিন দুপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সময় উপদেষ্টা মাহফুজ আলম সেখানে গেলে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েন। আন্দোলনকারীদের ভিড়ের মধ্য থেকে তার দিকে পানির বোতল ছোড়া হয়। এই ঘটনার পর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা না বলে স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে উপদেষ্টা মাহফুজ বলেন,
“উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র আমার ওপর আক্রমণ করেছে। যারা এই কাজ করেছে, তারা প্রকৃত আন্দোলনকারী নয়। আমি বিশ্বাস করি, তারা কোনোভাবেই জুলাই আন্দোলনের অংশ নয়। আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী কারা, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত।”
তিনি আরও বলেন,
“সরকার শান্তিপূর্ণ আলোচনার পক্ষে, সহিংসতার কোনো জায়গা নেই। যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনা হবে।”
পরে রাতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সরকারের সঙ্গে বৈঠকে বসে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বিষয়ে উভয় পক্ষেই আশাবাদ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবির বিষয়ে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন। এসব দাবির মধ্যে রয়েছে—আবাসন সংকট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও টিউশন ফি সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?