রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে মঙ্গলবার (১৩ মে) যৌথ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় বেশ কিছু ব্যাটারিচালিত রিকশা জব্দ ও তাৎক্ষণিক ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় গণমাধ্যমে ভুক্তভোগী রিকশাচালকদের মানবেতর অবস্থার সংবাদ প্রকাশ হলে, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
পরদিন বুধবার ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে তিন ক্ষতিগ্রস্ত রিকশাচালককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার চেক প্রদান করা হয়। সাহায্যপ্রাপ্ত চালকরা হলেন সিরাজগঞ্জের মো. খলিল, ময়মনসিংহের রাসেল মিয়া এবং বরিশালের সুমন মৃধা। পাশাপাশি, প্রশাসক তাদের চাকরির ব্যবস্থা করে দিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, “মানবিক বিবেচনায় সহায়তা দেওয়া হলেও মূল সড়কে রিকশা চলাচল বন্ধ থাকবে।” তিনি জানান, সরকার ইতোমধ্যে অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা চালুর উদ্যোগ নিয়েছে এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। ব্র্যাক কর্তৃক প্রায় এক লাখ চালককে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শিগগিরই শুরু হবে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?