আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে সম্পাদিত বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বুধবার (১৪ মে) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা তদন্তাধীন রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। সেই লক্ষ্যে ভারত ও ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।”
এ সময় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, “টিউলিপ সিদ্দিককে দুদক তলব করেছিল, কিন্তু তিনি কোনো ধরনের সাড়া দেননি। এমনকি কোনো প্রতিনিধিও পাঠাননি। ফলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তিনি হারিয়েছেন।”
তিনি আরও বলেন, “টিউলিপের বিরুদ্ধেও দুর্নীতির তথ্য ও অভিযোগ রয়েছে। দুদক তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। প্রয়োজনে আন্তর্জাতিক আইনি সহায়তা নেওয়া হবে।”
দুদক সূত্রে জানা গেছে, এই দুটি বিষয়ে শিগগিরই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রস্তুতি নেওয়া হবে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?