চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে বক্তৃতা দিতে গিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে আনতে হবে। বিশ্বের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণ করবে আজকের ছাত্র সমাজ।”
বুধবার (১৪ মে) অনুষ্ঠিত সমাবর্তনে তিনি আরও বলেন, “১৯৭২ সালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিই। এরপর ১৯৭৪ সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। তখন মানুষের জন্য কিছু করার তাগিদ থেকে ক্ষুদ্রঋণের ধারণা আসে।” তিনি বলেন, “কখনও ভাবিনি নোবেল পুরস্কার পাব। মূল লক্ষ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো।”
বর্তমান অর্থনীতি ব্যবস্থাকে সমালোচনা করে ড. ইউনূস বলেন, “আজকের অর্থনীতি ব্যবসাকেন্দ্রিক, মানুষকেন্দ্রিক নয়। আমরা এক আত্মঘাতী সভ্যতা তৈরি করেছি। এ সভ্যতা টিকবে না। আমাদের একটি নতুন, মানবিক সভ্যতা গড়ে তুলতে হবে।”
সমাবর্তনে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে।
এই বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নতুন দৃষ্টিভঙ্গি ও সমাজবদলের আহ্বান জানান ড. ইউনূস।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?