বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল মামলার শুনানি শেষে আগামী ১ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। বুধবার (১৪ মে) শুনানি শেষে জামায়াতের পক্ষে আইনজীবী মোহাম্মাদ শিশির মনির সাংবাদিকদের জানান, দলটির নিবন্ধন বাতিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিচার বিভাগের রাজনীতিকরণের অংশ।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী ১৯৪১ সাল থেকেই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাজনীতি করে আসছে, যখন সুপ্রিম কোর্টও প্রতিষ্ঠিত হয়নি। এরপরও ২০১৬ সালের একটি রেজ্যুলেশনের ভিত্তিতে নির্বাচন কমিশন প্রতীক বাতিল করেছে, যা আদালতের এখতিয়ার নয়।”
শিশির মনির আরও দাবি করেন, স্বাধীনতার পর প্রতিটি সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনসমর্থন নিয়ে এমপি ও মন্ত্রী নির্বাচিত করেছে। কিন্তু উচ্চ আদালত রাজনৈতিক উদ্দেশ্যে দলটির নিবন্ধন বাতিল করেছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “আমরা আদালতকে বলেছি, এই রায় রাজনীতিমুক্ত হওয়া উচিত। আশা করছি, ১ জুন আমাদের যুক্তির ভিত্তিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল হবে এবং দলটি নতুন উদ্দ্যমে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবে।”
সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?