ভারতীয় সংসদে আপত্তিকর ওয়াকফ বিল পাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট মাযার জামে মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
সুপ্রিম কোর্ট মাযার জামে মসজিদে জুমুআর বয়ানে তিনি বলেন, ভারতের নির্যাতিত মুসলমানদেরকে অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও কোণঠাসা করার হীন পরিকল্পনার অংশ হিসেবে হিন্দুত্ববাদী বিজেপি সরকার এই পদক্ষেপ নিয়েছে।
এটি বিভিন্ন প্রাচীন দরগাহ, মসজিদ ও মাযার এস্টেটকে কুক্ষিগত করার হীন কৌশল। তিনি এটিকে ভারতের মুসলিমদের বিরুদ্ধে জঘন্য রাষ্ট্রীয় জিঘাংসা হিসেবে আখ্যা দেন।
তিনি বলেন, কংগ্রেসসহ অধিকাংশ বিরোধী দলের বিরোধিতার মুখে তড়িঘড়ি করে এই বিল পাশ করা হঠকারিতার শামিল।
অপরাপর ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে এই ধরনের বোর্ডে অন্য ধর্মের প্রতিনিধি রাখার শর্ত না থাকলেও, ওয়াকফ আইনে এই ধারা যুক্ত করা হয়েছে, যা নির্লজ্জ বৈষম্যমূলক আচরণ।
ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করে তিনি অবিলম্বে সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবি জানান।মুসলিম ভ্রাতৃত্বে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে এই অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ভারতের মুসলমানদের অধিকার রক্ষায় বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের জন্য ভারত সরকারের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে।
পাশাপাশি তিনি এই ন্যক্কারজনক পদক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান। ওআইসিসহ বৈশ্বিক ফোরামগুলোতে বিষয়টি উত্থাপনের আহবান জানান।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?