ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় সোয়া তিন শ মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলার চার্জশিট এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন।
তাজুল ইসলাম জানান, গত জুলাই-আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের ঊর্ধ্বতন নেতৃত্বের দায়সংক্রান্ত মামলাটির চার্জশিট (তদন্ত প্রতিবেদন) চলতি মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। জার্মানভিত্তিক ডয়চে ভেলেকে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত তিনটি মামলার তদন্ত চূড়ান্ত হয়েছে। এর মধ্যে প্রথমে ট্রাইব্যুনালে দাখিল করা হবে আশুলিয়ায় থানার মধ্যে গাড়িতে ছয়জনকে পুড়িয়ে হত্যার তদন্ত রিপোর্ট। এরপর রাজধানীর চানখাঁরপুলে হত্যার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এরপর যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে সেটি শেখ হাসিনার বিরুদ্ধে।
এটি একটি পৃথক রিপোর্ট হবে। যেখানে শেখ হাসিনাকে সুপিরিয়র রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়) অভিযোগে সারা দেশে যে গণহত্যা হয়েছে সেই অভিযোগে অভিযুক্ত করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘সব মামলায় শেখ হাসিনাকে আনা হবে না, একটি মামলার মধ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো উপস্থাপন করা হবে। সেখানে আমরা অভিযোগ প্রমাণের পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পেয়েছি।
আমাদের কাছে যে অকাট্য প্রমাণ এসেছে তাতে তাঁর বিরুদ্ধে অভিযোগ একাধিকবার প্রমাণ করা যাবে।’

বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসারের ড্রেস নিয়ে আপনার মতামত কী?