“ফ্যাসিবাদ কাউকে ছাড়ে না—আওয়ামী ফ্যাসিবাদের নির্মম শিকার হয়েছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেও”—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি বলেন, “প্রতিটি ধাপে, প্রতিটি পদক্ষেপে তাকে অপমান ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আর সেই দুঃসময়ে তার পাশে ছিল বিএনপি—গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে অবিচল শক্তি।”
বুধবার (২ এপ্রিল) টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
আযম খান বলেন, “যে সময়টায় আওয়ামী দমন-পীড়ন চরমে পৌঁছেছিল, তখন শুধু বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা, গ্রেফতার, হামলা হয়নি—সেই একই সময় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও সাজানো মামলা দায়ের করা হয়েছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিকেও ছাড় দেয়নি আওয়ামী ফ্যাসিবাদ।”
তিনি বলেন, “আজ সেই নির্যাতিত ইউনূস স্যার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমরা আশাবাদী, তিনি তার প্রতিশ্রুত বাংলাদেশ গড়তে সামনে এগিয়ে যাবেন। তিনি যে নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছিলেন—সেটা বাস্তবায়নের দায়িত্বও তার হাতেই। দেশবাসী সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখতে চায়।”
আহমেদ আযম খান আরও বলেন, “প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি এখন বুঝে গেছে—জনগণ আর তাদের পক্ষে নেই। তাই তারা বোরকা পরে, মাথা নিচু করে, গলাবাজি বাদ দিয়ে মা-বোনদের কাছে গিয়ে ভোট চাইছে। কারণ, জানে—একটা অবাধ ভোট হলে জনগণ বিএনপিকেই বিজয়ী করবে।”
বিএনপির নেতৃত্ব ও আন্দোলনের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন। কিছুদিন পরে দেশনায়ক তারেক রহমানও বাংলাদেশে ফিরে আসবেন। সারা দেশ অপেক্ষায় আছে—দেশনেত্রী ও তার উত্তরসূরিকে বরণ করে গণতন্ত্রের জয়যাত্রায় শামিল হওয়ার জন্য।”
বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশের ইতিহাসে আওয়ামী ফ্যাসিবাদের যে অন্ধকার অধ্যায় ছিল, তারই শিকার ছিলেন ড. ইউনূস—এ কথা আজ স্পষ্ট করে দিলেন বিএনপি নেতা আযম খান। তিনি জোর দিয়ে বলেন—এই ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে সত্যিকার গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?