পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে একসাথে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন।
ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে মোট ১,৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১১টি ঈদগাহ মাঠ এবং ১,৫৭৭টি মসজিদ রয়েছে। তিনি বলেন, “জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও মহানগরীর প্রতিটি ঈদগাহ এবং মসজিদকে ঘিরে আমরা সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুরো জাতীয় ঈদগাহ মাঠকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। ঈদের দিন সেখানে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট (বম্ব স্কোয়াড), সোয়াট বাহিনী এবং প্রশিক্ষিত কুকুরসহ ক্যানাইন ইউনিট (K-9)।
মুসল্লিদের প্রবেশ ও যাতায়াতে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নির্ধারিত করা হয়েছে আলাদা পার্কিং এলাকা। জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশের গলি, ইউবিএল ক্রসিং, কন্ট্রোল রুম গ্যাপ এবং মৎস্যভবন ক্রসিং এলাকায় থাকবে যান চলাচলের ডাইভারশন ব্যবস্থা।
নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে ডিএমপি কমিশনার স্পষ্ট করে বলেন, “বর্তমানে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে।”
জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনের সময় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিশ্লেষকরা মনে করছেন, ঢাকার ঈদ জামাতগুলোকে ঘিরে ডিএমপির এই নিরাপত্তা পরিকল্পনা নাগরিকদের মধ্যে আস্থা ও স্বস্তির পরিবেশ সৃষ্টি করবে। শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে পুলিশের পেশাদারিত্ব ও সুশৃঙ্খল ব্যবস্থাপনাই এই উৎসবকে সফলতার দিকেই এগিয়ে নিয়ে যাবে বলে তারা মনে করেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?