বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই যোদ্ধাদের স্বপ্নপূরণে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও দেশের কল্যাণে অবিচল থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এতে অংশ নেওয়া যোদ্ধারা জাতির গর্ব। তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণ করেই ক্ষান্ত হয়নি, বরং কীভাবে ন্যায়সংগত দাবির জন্য সত্য ও সঠিক পথে এগিয়ে যেতে হয়, সেই অনুপ্রেরণা দিয়েছে।
সেনাপ্রধান জোর দিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও দেশমাতৃকার কল্যাণে অবিচল থাকবে। তিনি বলেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র ধারণ করেই সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করে যাবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?