বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান।
আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারকরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঞা।
সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। দুই বিচারকের শপথ গ্রহণের পর প্রধান বিচারপতির সঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।
হাই কোর্টে দায়িত্ব পালন করে আসা এই দুই বিচারককে আপিল বিভাগে নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। তাদের নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংখ্যা হল সাতজন।
বিচারপতি একেএম আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের পহেলা মার্চ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম করে তিনি আইন পেশায় যোগ দেন। ১৯৮৩ সালে জজ কোর্টে, ১৯৮৫ সালে হাই কোর্ট এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ অগাস্ট অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান আসাদুজ্জামান। দুই বছর পর তাকে স্থায়ী করা হয়। ২২ বছর হাই কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি আপিল বিভাগের বিচারক হলেন।
বিচারপতি ফারাহ মাহবুবের জন্ম ১৯৬৬ সালের ২৭ মে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি (সম্মান) এবং এলএলএম করেন।
আইন পেশায় যোগ দেওয়ার পর ১৯৯২ সালে জজ কোর্ট, ১৯৯৪ সালে হাই কোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন ফারাহ মাহবুব।
২০০৪ সালের ২৩ অগাস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্ট বিভাগে যোগ দেন। দুই বছর পর তাকে স্থায়ী করা হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?