রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। জুলাই মঞ্চের ব্যানারে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে।
শনিবার (২২ মার্চ) বিকেল তিনটার দিকে শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে সড়কের মাঝে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আর তাদের পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। শিক্ষার্থীদের সড়কে এই অবস্থানের কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে কোনো চক্রান্তের মাধ্যমে পুনর্বাসন করা যাবে না। ছাত্র-জনতার মধ্যে ছোটখাটো বিভিন্ন মতানৈক্য থাকলেও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ বা যে নামে বা মোড়কেই হোক, এ দেশে আর রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ। প্রয়োজনে ছাত্র-জনতা ফের রাস্তায় নামবে, রক্ত দিবে, এরপরও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না।
এদিন শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, বেলা দেড়টার দিকে একটি মিছিল নিয়ে কিছু শিক্ষার্থী শাহবগ মোড়ে আসে। এরপর রাস্তায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের এ অবস্থান কর্মসূচির পাশ দিয়েই যান চলাচল সচল রাখার চেষ্টা করছেন বলেও জানান ট্রাফিক পুলিশ সদস্যরা।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?