সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

আপনারা কিছু করতে না পারলে আমাদের দায়িত্ব দেন : সমন্বয়ক সারজিস

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১২ অক্টোবর ২০২৪, ২১:৫৪

আপনারা কিছু করতে না পারলে আমাদের দায়িত্ব দেন : সমন্বয়ক সারজিস
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, ‘আপনারা কিছু করতে না পারলে আমাদের দায়িত্ব দেন।’
সারজিস শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি লিখেন :
‘যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রিতা কেনো? আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন।’
উল্লেখ্য, গণআন্দোলন চলাকালে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই নিহতদের প্রকৃত সংখ্যা বের করতে সরকার তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। ওই তালিকায় এখন পর্যন্ত ৭৩৫ জন নিহতের তথ্য দেখা যাচ্ছে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের স্বাস্থ্য-বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি দাবি করেছে, আন্দোলনে প্রায় ১৫৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
সরকারি তথ্যমতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মোট নিহতদের মধ্যে ১০৫ জন শিশু রয়েছে। তাদের বয়স ১৮ বছরের নিচে (আইনানুযায়ী ১৮ বছরের কম বয়সীরা শিশু)।

এ সম্পর্কিত আরো খবর