স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে গভীর রাতে বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এলাকা প্রদক্ষিণ করে এবং পরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে জড়ো হয়।
বিক্ষোভকারীরা ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’—সহ নানা স্লোগান দিতে থাকেন।
মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “সারাদেশে ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধমূলক কর্মকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারাদেশে ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, হত্যা ও সন্ত্রাসী তৎপরতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ আশানুরূপ হচ্ছে না, বরং অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এক শিক্ষার্থী বলেন, “আমরা রাতের বেলা হলে ফিরতে নিরাপদ বোধ করি না। ছিনতাই, ইভটিজিং, মাদক ব্যবসা—এসব এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। আমরা আর নিরাপত্তাহীন থাকতে চাই না!”
বিক্ষোভকারীরা জানান, যদি দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে তারা আরও বড় আন্দোলনে যাবেন। তারা দাবি করেন, সরকারের উচিত অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে নতুন একজন দক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেওয়া, যিনি বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি তাদের দাবি উপেক্ষা করা হয়, তবে তারা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে আরও বড় আন্দোলনের ডাক দেবেন।

বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসারের ড্রেস নিয়ে আপনার মতামত কী?