জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী মার্চের মাঝামাঝি বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ দূত এ তথ্য জানান।
বৈঠকে তারা রোহিঙ্গা সংকটের সমাধানের নতুন উপায় খোঁজা, জোরপূর্বক বাস্তুচ্যুত দশ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি এবং নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস বৈঠকে জানান, চলতি বছরের শেষের দিকে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যেখানে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে এই সম্মেলনে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।” সম্মেলনটি সফল করতে মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে সহযোগী হতে সম্মত হয়েছে।
অধ্যাপক ইউনূস গৃহযুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে মানবিক সংকট নিরসনে এবং মিয়ানমারের পশ্চিমাঞ্চল থেকে নতুন করে শরণার্থী প্রবাহ বন্ধে জাতিসংঘের বিশেষ দূতের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে মার্কিন পররাষ্ট্র নীতির পরিবর্তনের ফলে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন দাতা সংস্থার সন্ধান করা এবং তহবিল সংগ্রহের বিষয়ে আলোচনা করা হয়।
বিশপ রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের সফলতা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, “এটি একটি দীর্ঘমেয়াদি সংকটের টেকসই সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হবে।”

বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসারের ড্রেস নিয়ে আপনার মতামত কী?