ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তারের পর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) থেকে প্রশিক্ষণ বিশেষজ্ঞ কবি সোহেল হাসান গালিবকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তার প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে সংযুক্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও ১৩ জন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি, পদায়ন ও ওএসডি করা হয়েছে।
ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তারের পর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) থেকে প্রশিক্ষণ বিশেষজ্ঞ কবি সোহেল হাসান গালিবকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তার প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে সংযুক্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও ১৩ জন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি, পদায়ন ও ওএসডি করা হয়েছে।
গ্রেপ্তারের পর কবি গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে সাময়িক বরখাস্তের বিধান থাকলেও তাকে প্রেষণ প্রত্যাহার করে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে।
এদিকে বিতর্কিত কবি গালিবের নিঃশর্ত মুক্তি এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন শতাধিক লেখক, শিল্পী, সাংবাদিক, অধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী। এই ঘটনা দেশে মতপ্রকাশের নামে ধর্মীয় অবমাননা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?