নিজস্ব প্রতিবেদক:
জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় নাগরিক কমিটির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স উইং এর প্রতিনিধি কমিটি গঠন করা হইছে।
২০ জানুয়ারি প্রকৌশলী সাজ্জাদ হোসাইন এবং প্রকৌশলী আশরাফুল জান্নাত এর নেতৃত্বে ২১ সদস্যের এই প্রতিনিধি কমিটির অনুমোদন দেন জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন।
কমিটিতে অন্য সদস্যরা হলেন, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সুফি, প্রকৌশলী মাহমুদুর রহমান, প্রকৌশলী শেখ জামাল আবির, প্রকৌশলী আব্দুর রহিম, প্রকৌশলী মোঃ সালাহউদ্দিন, প্রকৌশলী সাজেদুর রহমান, শাহ নেওয়াজ পারভেজ, প্রকৌশলী শাহীন আলম, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী জিএম মাহবুব আলম, আশরাফুল ইসলাম, জামাল হোসেন, রাজীব হোসেন, এস আই সাগর,জাকারিয়া মাহমুদ, রিয়াজুল ইসলাম, লোকমান হোসেন, আবু সায়েদ অনিক, ইউসুফ হোসেন।
এ ব্যাপারে জাতীয় নাগরিক কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স উইং এর মুখ্য সংগঠক প্রকৌশলী সাজ্জাদ হোসাইন বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সারাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠিত করার জন্য প্রাথমিকভাবে এই প্রতিনিধি কমিটি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনাকে হঠাতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় রাজপথে অপরাপর ছাত্র-জনতার ন্যায় ডিপ্লোমা প্রকৌশলীরাও রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রকৌশলীরা রক্ত ও জীবন দিয়েছে। দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এই দেশ গড়ার কারিগরদের কে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর জাতীয় নাগরিক কমিটি।
এই লক্ষ্যেই আমরা কাজ করছি।
শীঘ্রই সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা প্রকৌশলী যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল তাদের সংগঠিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এব্যাপারে সংগঠক আশরাফুল জান্নাত বলেন, স্বৈরাচার বিদায় নেওয়ার পর বৈষম্যহীন বাংলাদেশ গড়াই এখন আমাদের লক্ষ্য। তাই এই লক্ষ্যেই আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠিত করার চেষ্টা করছি।
প্রাথমিকভাবে প্রতিনিধি কমিটিতে অনেক সক্রিয়দেরকেই স্থান দেওয়া সম্ভব না হলেও আমরা প্রত্যেককেই আমাদের সাথে চাই।
আমরা আশা করি খুব শীঘ্রই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনের সারির যোদ্ধাদের নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সমর্থ্য হব।
সংগঠক এস আই সাগর জানান, জুলাই বিপ্লবে দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থী ভাই-বোনেরা জীবনকে বাজি রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, বুকের রক্ত দিয়েছেন আমরা তাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ায় প্রত্যায় ঐক্যবদ্ধ হয়েছি। তিনি আরো বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল সমস্যা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মান উন্নয়নে এই কমিটি কাজে করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?