লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা করা হয়।
এসময় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে ২১ ফেব্রুয়ারী ভোর ৬টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃক সন্ধ্যার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝান্টু, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজীজ শাহিন, লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?