রাজশাহীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিসহ চার আওয়ামী লীগ কর্মী গ্রেফতার হয়েছেন। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- হরগ্রামের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ, সাব্বির আহমেদ ও রশিদুল ইসলাম।
পুলিশের মুখপাত্র বলেন, অভিযানের মূল লক্ষ্য বিভিন্ন হত্যা মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও অস্ত্র ব্যবসায়ীদের আটক করা। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বরে জানান তিনি।
তিনি আরও জানান, যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসারের ড্রেস নিয়ে আপনার মতামত কী?