সাব্বির হোসেন, লালমনিরহাট
ঢাকার আদালতে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি জামিন পেয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আদালত তার জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে আগামী ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গণ অধিকার পরিষদের সদস্য আবু হানিফ মামলা দায়ের করেন। এরপর ২৮ নভেম্বর আদালত উর্মির বিরুদ্ধে সমন জারি করেন এবং ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ্য, এ সময় তিনি লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ অক্টোবর উর্মি ফেসবুকে নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সরকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন, যা জনমনে ভীতি সৃষ্টি করেছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়েছে। ৬ অক্টোবর তাকে ওএসডি করে বদলি করা হয়।

বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসারের ড্রেস নিয়ে আপনার মতামত কী?