বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা, পিছু হটল ভারতীয় বাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০২ জানুয়ারী ২০২৫, ১৯:০৪

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা, পিছু হটল ভারতীয় বাহিনী
লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে দহগ্রাম এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তীব্র প্রতিবাদের পর বিএসএফ পিছু হটতে বাধ্য হয়েছে। গত ১ জানুয়ারি বিকেলে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
৩১ ডিসেম্বর বিকেলে দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইল পিলারের কাছে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে আনুমানিক ৬০ গজ জায়গায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন কাজ শুরু করেন।ঘটনাটি খুবই নাটকীয়ভাবে ঘটে। একটি উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয় যখন বিজিবি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিএসএফের নির্মাণকাজে বাধা দেয়।

এই সময়ে:

  • বিজিবি টহল দল তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে।
  • তারা বিএসএফের নির্মাণকাজে বাধা প্রদান করে।
  • এই বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে।
  • এর ফলে বিজিবি তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানায়।

এই উত্তেজনাপূর্ণ মুহূর্তটি সত্যিই গুরুত্বপুর্ণ এবং উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দেয়।

ভারতীয় বাহিনী
বিজিবি কর্তৃক প্রতিবাদ জানানো হলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হয়। তারা তাদের মালামালও নিয়ে চলে যায় এবং সীমান্তে উত্তেজনা প্রশমিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদ ও কঠোর অবস্থানের ফলে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়। বিজিবি টহল দল সীমান্তের ওই এলাকাটি এখন সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে।
বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ জানান, “এই ঘটনার বিষয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে মৌখিক প্রতিবাদ জানিয়েছে এবং ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও আহ্বান করা হয়েছে।” তিনি আরও জানান, “বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত টহল জোরদার করছে এবং সীমান্তে কোনো ধরনের অযাচিত কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।”
দহগ্রাম সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফের এই কর্মকাণ্ডের কারণে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। তবে বিজিবির তৎপরতায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত পতাকা বৈঠক এবং সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।
লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হয়ে গেছে। বিজিবি এবং বিএসএফের মধ্যে এই ধরনের উত্তেজনা এড়াতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তাদের পদক্ষেপ অব্যাহত রাখবে এবং কোনো ধরনের সীমান্ত লঙ্ঘন সহ্য করা হবে না বলে জানিয়েছে।

এ সম্পর্কিত আরো খবর