মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:২১

বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনার

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র উপস্থাপন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিশ্চিত করেছে যে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে নির্ধারিত কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে ঘোষণাপত্র পেশ করা হবে না। সোমবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

বাংলামোটরে আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ছাত্র নেতা আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের জানান, “৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের সময় যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, ঠিক তেমনই মঙ্গলবার সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাই।”

তিনি অভিযোগ করেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ঘোষণাপত্র পেশের পরিকল্পনা ব্যাহত করার চেষ্টা করা হয়েছে। তবে সরকার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে এবং আমাদের ঘোষণাপত্রের বিষয়ে নিজেদের অবস্থান প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে।”

এর আগে, সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা জরুরি বৈঠক করেন। গভীর রাতে তারা কর্মসূচি বহাল রাখার সিদ্ধান্ত নেন।

সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আব্দুল হান্নান মাসুদ জানান, “মঙ্গলবার শহীদ মিনারে সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়।”

আব্দুল হান্নান মাসউদ বলেন, আগামীকাল (মঙ্গলবার) বড় আনন্দ বয়ে আনবে। তাদের নতুন স্বপ্ন দেখাবে।

কী থাকবে ঘোষণাপত্রে এমন প্রশ্নের জবাবে মাসউদ বলেন, ৩ আগস্টের এক্সটেন্ডেড ভার্সন আগামীকাল হতে যাচ্ছে। ফ্যাসিস্টের পতনের পর নতুন প্রক্লেমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, মঙ্গলবারের ঘোষণাপত্রে এমন একটা সীমারেখা আগামী দিনের সরকারকে দিয়ে যাওয়া হবে, তার বাইরে যেন কোনো সরকার যেতে সাহস না করে। বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে ১ জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে দেশে। সেই রাজনীতি কিসের ওপর ভিত্তি করে হবে সেটা আগামীকাল ডকুমেন্ট আকারে প্রকাশ করতে যাচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর