রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৪ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

মূখ্য সচিবসহ অনেকের দুর্নীতির প্রমাণ ছিল পুড়ে যাওয়া নথিতে: আসিফ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪

মূখ্য সচিবসহ অনেকের দুর্নীতির প্রমাণ ছিল পুড়ে যাওয়া নথিতে: আসিফ

মূখ্য সচিবসহ অনেকের দুর্নীতির প্রমাণ ছিল পুড়ে যাওয়া নথিতে,সচিবালয়ের অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কক্ষসহ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এতে কাজেরই অনুপযুক্ত হয়ে গেছে ওই মন্ত্রণালয়।

এ ঘটনায় বড় ধরনের দুর্নীতির তথ্য প্রমান নষ্ট হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই।

আগুনের ঘটনায় সকালে দেওয়া ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এখানে অনেকগুলো অসঙ্গতি খুঁজে পেয়েছি।

বিশেষ করে পিরোজপুরে মূখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়াসহ কিছু কর্মকর্তার বেশ কিছু দুর্নীতির প্রমানও পেয়েছি।

আগুনের খবর শুনে আমি প্রথমে ভেবেছিলাম এই তথ্য-প্রমাণগুলো সব নষ্ট হয়ে গেছে। তবে আশার দিক হলো এটা যেহেতু একটা জেলা কেন্দ্রীক ঘটনা এর সব তথ্যপ্রমাণ জেলাতেও আছে।

আমরা সেখান থেকে আবারও বের করতে পারবো।’

আসিফ জানান, এই আগুনে স্থানীয় সরকারের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া এবং সড়ক ও জনপদ অধিদফতরের ক্ষতি হয়েছে।

তবে নিজের দফতরগুলোর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিকাংশ নথি অনলাইনে থাকায় সবই ফেরৎ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন আসিফ। কিন্তু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নষ্ট হয়ে যাওয়া নথি পাওয়ার সম্ভাবনা কম জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার দিবাগত রাত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই ভবনের ৬ থেকে ৯তলা পর্যন্ত চারটি ফ্লোরের কিছু অংশ পুড়ে যায়।

ভবনের ছয় তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাত তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (একাংশ), আট তলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (একাংশ) এবং অর্থ মন্ত্রণালয় (একাংশ) ছিল।

এছাড়া নবম তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একাংশ।
আগুনের ঘটনায় তাৎক্ষণিক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম।

কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরো খবর