বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাতটা থেকে ৯টা পর্যন্ত সচিবালয়ের সামনে ভিড় বাড়ছে উৎসুক জনতার।
মধ্যরাতে আগুন লাগার পর ভোরে নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ে লাগা আগুন। এদিকে বেলা বাড়ার সাথে সাথে সচিবালয়ে ভিড় বাড়তে শুরু করেছে উৎসুক জনতার। বড়দিনের ছুটি শেষে অফিসে যোগদান করতে শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মরত কর্মচারীরা।
মধ্যরাতে আগুন লাগায় ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও অল্প সংখ্যক শিক্ষার্থী ছাড়া তেমন লোক সমাগম ছিল। তবে বেলা ৮ টা পর থেকে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। এখানে একে আসতে শুরু করেন বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ,গতকাল সরকারি ছুটি থাকায় নিজ এলাকায় ছিলাম। রাতে ঢাকায় ফিরেছি। মধ্যরাতে গণমাধ্যমে আগুনের কথা জানতে পেরেছি৷ সকালে স্বাভাবিকভাবেই নয়টার আগে সচিবালয়ের সামনে এসেছি।
তবে নিরাপত্তার স্বার্থে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত সাজিদ হোসেন বলেন, আগুন লাগার কথা রাতেই জেনেছি। তবুও আমরা স্বাভাবিকভাবে অফিস করতে এসেছি। তবে মূল গেট দিয়ে কাউকেই ভেতরে যেতে দিচ্ছে না।
এদিকে কর্মকর্তাদের পাশাপাশি ভিড় বেড়েছে উৎসুক জনতারও। এক চা দোকানী বলেন, পল্টন মোড়ে আমার দোকান। সকালে এসে শুনি সচিবালয় আগুন লেগেছে। তাই দেখতে এসেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন , শুনেছি নাহিদ ভাই আসিফ ভাইয়ের মন্ত্রণালয় আগুন লেগেছে সেটা শুনে ফজরের পর দেখতে এখানে ছুটে এসেছি।