ঢাকার সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় মো. সোহানুর জামান নয়ন (২৮) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে রয়েছেন ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান (২৬) এবং বারিধারা ফায়ার স্টেশনের ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম। মনিরুলের ডান হাতের আঙুল কেটে গেছে।
জানা গেছে, ভোর পৌনে ৪টায় গুরুতর আহত অবস্থায় নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তিনি তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।
এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক নয়নকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় নয়নের মাথায় থাকা হেলমেটটি খুলে যায়, এবং তিনি রাস্তায় পড়ে গুরুতর আঘাত পান। ট্রাকটি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা চালককে আটক করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসারের ড্রেস নিয়ে আপনার মতামত কী?