সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

কানাডা যাওয়ার সময় বিমানবন্দরে আটক বিজিবির সাবেক ডিজি মইনুল

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪

কানাডা যাওয়ার সময় বিমানবন্দরে আটক বিজিবির সাবেক ডিজি মইনুল

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. মঈনুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

সন্ধ্যায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, বিজিবির সাবেক এই মহাপরিচালক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামের ভাই।

তিনি পিলখানায় সংঘটিত তৎকালীন বিডিআর বিদ্রোহের পর বিশেষায়িত এই বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৬টা ২৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তাঁর।

কিন্তু ৫টা ৩০ মিনিটে ইমিগ্রেশন পুলিশের একটি গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ারেন্স চাইতে গেলে দেওয়া হয়নি। পরে তাঁকে আটকে দেওয়া হয়। বর্তমানে তিনি বিমানবন্দরেই আছেন।

এ সম্পর্কিত আরো খবর