শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

সড়ক ও পরিবহন খাতের দুর্নীতি এখনো বন্ধ হয়নি : নাহিদ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২

সড়ক ও পরিবহন খাতের দুর্নীতি এখনো বন্ধ হয়নি : নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি এখনো রোধ করা সম্ভব হয়নি। তিনি বলেন, “আগে এই দুর্নীতিতে এক দল জড়িত ছিল, আর এখন অন্য দল তা চালিয়ে যাচ্ছে।”

শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে রোড সেফটি ফাউন্ডেশনের আয়োজনে এক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপের মূল বিষয় ছিল সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা।

নাহিদ ইসলাম আরও বলেন, “সড়ক নৈরাজ্যের সঙ্গে রাজনৈতিক প্রভাব জড়িত, যা সমস্যার দ্রুত সমাধানে বড় বাধা। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হবে।”

দুর্নীতির সঙ্গে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা।

তিনি আরও বলেন, ভবিষ্যতে জনবান্ধন উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ করা হবে।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান জানান, কোনো পুরাতন বাস রাখা হবে না। সময় দেওয়া আছে, এর মধ্যে ব্যবস্থা নেন। এ ছাড়াও সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে।

সংলাপ অনুষ্ঠানে অংশ নেন এই খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো খবর