মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। , কোনো পরিবর্তন হয়নি মিয়ানমারের অবস্থার,তবে আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (১৮ ডিসেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, আমরা তাদের দুটি কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। এক- এই সমস্যার সমাধান করতে হবে। দুই- রোহিঙ্গাদের বিষয়ে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে তাদের ফেরত পাঠানো।
তৌহিদ হোসেন বলেন, তারা নাগরিকত্ব ইস্যুর কথা বলেছেন। আমরা বলেছি, এই মানুষদের নিরাপত্তা এবং জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে সীমান্তে কার্যত কোনো নিয়ন্ত্রন নেই মিয়ানমারের।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বার্তাকে জানায়, মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সীমান্তবর্তী দেশগুলোকে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে থাইল্যান্ড।
ব্যাংককে ২০ ডিসেম্বর, বৃহস্পতিবার এই বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, সেখানে সংঘটিত অপরাধ এবং দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। প্রত্যেকটি প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের নিয়ে এই বৈঠকটি বেশ ফলপ্রসূ হবে বলে আশা করা যাচ্ছে।
এর আগে বুধবার মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তৌহিদ হোসেন। বৈঠকে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আলোচনা হয়।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক নয় বলে তারাও স্বীকার করেছেন। আমরা তাদের বলেছি যে তাদের সীমান্তে কার্যত কোনো নিয়ন্ত্রন নেই। তারা সেটার দ্বিমত করেননি।
বাংলাদেশের অবস্থান নিয়ে তৌহিদ হোসেন বলেন, ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরাপদে এবং অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে। আজকের বাস্তবতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। সেখানে একটি যুদ্ধ চলছে। বাংলাদেশের একটাই লক্ষ্য, যখন মিয়ানমার শান্ত হবে, তখন যাতে ফেরত পাঠানো যায় নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করে। এ লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ।
মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে রামাদা প্লাজা বাই উইনধাম ব্যাংকক মেনাম রিভারসাইডে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বৈঠকের আলোচনা সম্পর্কে এ কথা বলেন। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) এই মতবিনিময় সভার আয়োজন করে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস।
ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফয়েজ মুরশীদ কাজীর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের মিনিস্টার অ্যান্ড ডিসিএম মালেকা পারভীন, মিনিস্টার কাউন্সেলর হাসনাত আহমেদ প্রমুখ।