মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার : প্রেস সচিব

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:২১

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার : প্রেস সচিব

অন্তর্বর্তী সরকার শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে। এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার,সে আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি।

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ৭১-এর হানাদার বাহিনী যা করেছে তার পুনরাবৃত্তি ২৪-এ করেছে আওয়ামী লীগ। ৭১-এর সময়ে পাক হানাদার বাহিনী যেভাবে ধরে নিয়ে গেছে, সেই একই পুনরাবৃত্তি জুলাইয়ে দেখা গেছে।

এ সম্পর্কিত আরো খবর