মোঃ মেহেদী হাসান, ঢাকা (সিটি প্রতিনিধি)
শহরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে মিরপুরের প্রেন্সিপাল আবুল কাশেম সড়ক অন্যতম। টেকনিক্যাল মোর হতে মিরপুর-১ পর্যন্ত যে সড়ক! সড়কটিতে কিছুদূর পর পর সড়কের তিন ভাগের দুই অংশজুড়ে প্রতিদিন বসছে বিভিন্ন সবজির দোকান। ভোর থেকে দুপুর কিংবা রাত পর্যন্ত চলছে ব্যবসা, আর এই কারণেই যানজট ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
প্রতিদিন ভ্রাম্যমান বিক্রেতারা সড়কের বড় অংশ দখল করে সবজি ও অন্যান্য পণ্যের পসরা সাজিয়ে বসছেন। এসব দোকানপাটের কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে পথচারীদের রাস্তার মাঝ অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
ব্যস্ত সময়ে যানজটের কারণে কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে জরুরি সেবার যানবাহন গুলো চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে।
এমন পরিস্থিতিতেও প্রশাসনের নীরব ভূমিকায় অবস্থা আরও খারাপ পথে । দোকানদারদের অনেকেই দাবি করেন যে তারা জায়গা না পেয়ে রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন। তবে এর ফলে সাধারণ মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে, তার প্রতি তাদের কোনো নজর নেই।
স্থানীয় সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ বিষয়টি সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যদিও মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু কিছুদিন পর পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায়।
“সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে বিক্রেতাদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হোক”, বেশিরভাগ ব্যবসায়ীদের দাবি!ট্রাফিক পুলিশ ও প্রশাসনের নিয়মিত নজরদারি,পথচারীদের জন্য ফুটপাতগুলো মুক্ত রাখা,উচ্ছেদ অভিযান চালিয়ে দখলদারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক!এভাবে সঠিক উদ্যোগ নেওয়া হলে শহরের সড়কে যানজট কমবে এবং সাধারণ মানুষ দুর্ভোগ থেকে রক্ষা পাবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?