বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

ভালো মুসলমান হতে হলে, মহানবীকে অনুসরণ করতেই হবে: ড. ইউনূস

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭

ভালো মুসলমান হতে হলে, মহানবীকে অনুসরণ করতেই হবে: ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস।সারা বাংলাদেশের তরুণদের আইকন এখন ড.মুহাম্মদ ইউনূস।বর্তমানে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পরিচয় ছাড়াও ড.মুহাম্মদ ইউনূসের আরো একটি বড় পরিচয় হলো তিনি একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ।

সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ড. ইউনূসের একটি বক্তব্য ভাইরাল হয়।ভাইরাল হওয়া ভিডিওটি ২০১০ সালের কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে (McGill University)প্রদত্ত একটি লেকচার ছিল।

মুহাম্মদ ইউনূসের প্রদত্ত ১ ঘণ্টা ত্রিশ মিনিটের সেই লেকচারটি সোস্যাল মিডিয়ায় বর্তমানে মানুষের আগ্রহের জায়গা তৈরী করেছে।যেখানে ড. ইউনূস সামাজিক ব্যবসা গড়ে তোলা (Building Social Business): নতুন ধরনের পুঁজিবাদ, যা মানবতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করে(The New Kind of Capitalism that Serves Humanity’s Most Pressing Needs) নামে প্রকাশিত হয়।তারপর থেকেই দেশজুড়ে নতুন করে প্রশংসায় ভাসছেন ড.ইউনূস।

অনুষ্ঠানে এক নারী দর্শনার্থী ড.ইউনূসকে প্রশ্ন করেন,আমার কৌতূহল থেকে আপনার কাছে একটি জিনিস জানতে চাই, আপনি ক্ষুদ্রঋণ কার্যক্রম ব্যবহার করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে কোনো প্রতিরোধ পেয়েছিলেন কিনা?

জবাবে ড.ইউনূস বলেছিলেন,ক্ষুদ্রঋণের কারণে প্রথম প্রতিরোধ এসেছিল কারণ আমরা নারীদের ঋণ দিয়েছিলাম, যেটা পুরুষের পছন্দ ছিল না। এটা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া কারণ ঐতিহ্যগতভাবে পরিবারের পুরুষদের স্বামী হুমকি বোধ করে কারণ আমি ঋণ দিচ্ছি,তার স্ত্রীকে।তাই তিনি অনুভব করেন যে তার কর্তৃত্ব হ্রাস করা হচ্ছে। তাই তিনি এর বিরোধিতা করেছেন এবং তিনি আরও মনে করেছেন যে তার স্ত্রীর অর্থ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই।সে জন্য তা তাঁর জন্য বিপর্যযয়ের কারণ হতে পারে।

ইউনূস আরো বলেন,আমাদের হাজার বার আশ্বস্ত করতে হয়েছিল তাকে তাঁর তার ঋণ ফেরত দিতে বাধ্য হওয়ার বিষয়ে চিন্তা করতে হবে না।

কিন্তু আমরা তর্ক করতে পারতাম এটা ভালো কাজ করেছে আমরা বললাম ইসলামের নবী দেখুন, একজন ব্যবসায়ী নারীকে বিবাহ করেছিলেন।তিনি শুধু একজন ব্যবসায়ী নারীকেই বিবাহ করেন নি,প্রথমে তিনি তাঁর অধীনে কাজও করেছিলেন।তিনি তাঁর অধীনে চাকরি নেন,তারপর তাকে বিয়ে করেন।

আমি বলেছি তুমি যদি একজন ভালো মুসলমান হতে চাও, তাহলে তোমাকে মহানবীর পদাঙ্ক অনুসরণ করতে হবে।এবং তোমাকে একজন ব্যবসায়ী নারী বিয়ে করতে হবে।যদি তুমি একজনকেও খুঁজে না পাও ,আমাদের কাছে আসো ,আমাদের কাছে এমন প্রচুর নারী আছে।

এ সম্পর্কিত আরো খবর