আসিফ নজরুল জন্ম ১২ জানুয়ারি ১৯৬৬, একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। জীবিকাসূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টক-শো ও তার কলামে রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা।
তিনি বলেন, আমি ১৯৮৯ সনে বিচিত্রাতে চাকরি পেয়েছিলাম। তখন আমি ৩৫৭০ টাকা বেতন পেতাম আমার সাথে যারা সাংবাদিকতা শুরু করেছিল তাদের খুবই খারাপ আর্থিক অবস্থা ছিল তারা কেউ ১০০০টাকা পেত । অন্যপত্রিকায় কেউ ১৫০০ টাকা পেত। কারো চাকরি ছিল না ১০০/২০০ টাকা বিল পেত অনেককে আমি দুপুরে খাবার খাওয়াতাম এবং এটা হয়তো বলা ঠিক হচ্ছে না ।
আমি তখনই বেন সিগারেট খেতাম তাদেরকে খাওয়াতে হতো কারণ সামর্থ্য ছিল না। ২০বছর পর দেখা গেল তাদের অধিকাংশই কোটি কোটিপতি হয়ে গেছে । তাদের সবাইকে আপনারা চিনেন তৎকালীন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন তাদেরকে দেখেছেন তারা আমাকে নিয়ে খুব হাসাহাসি করতো ২০ বছর ২৫ বছর পর আমার পোশাক নিয়ে আমার গরীব চেহারা নিয়ে আমার ভাঙ্গাচোড়া গাড়ি নিয়ে।
আমার মনে আছে আমার একজন বলতো প্রায় নজরুল ভাই আপনি এত বোকা, এত বোকা মানে সবাই এত বড় লোক হয়ে গেছে বাড়িধারা গুলশানে বাড়ি, গাড়ি আছে । আমার এই মলিন দশা দেখে তাদের মায়া লাগতো। সাংবাদিকরা যারা বড়লোক পরে হয়েছে তারা হাসাহাসি করতো আবার ভাঙ্গাচোড়া গাড়ি দেখে।
আল্লাহর কাছে হাজার শোকর এখনো সেই দরিদ্র চেহারাই আছে । উপদেষ্টার পথ থেকে যখন ফিরে যাব দেখবেন আমার সেই পুরনো গাড়িটাই আছে আর সাধারণ পোশাকই থাকবে। আল্লাহর কাছে হাজার শুকর কোন সমস্যা নাই খুবই ভালো আছি । কিন্তু আমার কাছে এখনো দুঃখ লাগে নাহ।
আমি দেখতাম আমার যারা আমার সাথে যারা বড় হয়েছে ছাত্র জীবনে । যাদের দেখেছি ইউনিভার্সিটি লাইফে যাদের দেখেছি সাংবাদিকতা জীবনে যাদের দেখেছি শিল্প সাহিত্য জগতে যাদের দেখেছি তারা যে এরকম অকথ্য বড়লোক হয়েছে সেটা কোন কারণ ছিল না। বড়লোক হওয়ার কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোন অনুশোচনা ছিল না। কোন রকম দুঃখবোধ অনুশোচনা লজ্জা ছিল না।
আমার বলতে লজ্জা লাগছে আমার এক বন্ধু ক্লাস ফ্রেন্ড ঘনিষ্ঠ বন্ধু একটা জেলার জাজ ছিল সে । একদিন ফোন করল । যখন সে স্টুডেন্ট লাইফে খুব দরিদ্র অবস্থায় ছিল বহু ভাবে তাকে আমি হেল্প করতাম ৫০/১০০ টাকা ধার নিত । জীবনে কোনদিন ফেরত দিত না। সে আমাকে গর্ব করে বলতেছে গুলশানে বাড়ি কিনছে বাড়ি উদ্বোধন করবে আমি যেন আসি । আমি বললাম তুই কত টাকা বেতন পাস? গুলশানে বাড়ি কিনলি কিভাবে তারপর সে খুবই বিরক্ত হয়ে ফোন টোন রেখে দিল।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?