সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

বাংলাদেশের বাণিজ্য-ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ অনিবার্য- গয়েশ্বর

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৪

বাংলাদেশের বাণিজ্য-ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ অনিবার্য- গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ থাকলে ভারতে দুর্ভিক্ষ অনিবার্য হবে। তিনি বলেন, “নরেন্দ্র মোদি এবং সোনিয়া গান্ধী বসে কপাল ঠুকলেও এই দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির আয়োজনে সাহিত্যিক ও সাংবাদিক কালাম ফয়েজী রচিত বই ‘নেতা ও কবি’-এর প্রকাশনা উৎসবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ৯০ শতাংশ। তিনি উল্লেখ করেন, “আমরা শুধু ইলিশ মাছ পাঠাই, আর তারা প্রায় সবকিছুই পাঠায়। যদি ভিসা ও এলসি বন্ধ থাকে, তবে ভারতের জন্য দুর্ভিক্ষ ঠেকানো কঠিন হবে।

তিনি আরো বলেন, “ভারত যদি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে না পারে, তবে দুই দেশের সম্পর্ক মুখোমুখি অবস্থানে চলে যাবে। নেপাল, মালদ্বীপ, ভুটানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক হারানোর পর এখন তারা বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক হারানোর পথে রয়েছে। এর ফলে তাদের জন্য ভবিষ্যৎ কঠিন হয়ে উঠবে।

মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বইটির লেখক কালাম ফয়েজী এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ।

এ সম্পর্কিত আরো খবর