হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর উত্তরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার ঢাকা বিমানবন্দর পুলিশ বক্সের সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে সম্মান জানিয়ে বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় বিমানবন্দরের নাম রাখা হয় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’। কিন্তু আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে এ নাম পরিবর্তন করেছে।
বক্তারা বলেন, আমরা আগের নামে বিমানবন্দরটির নামকরণ পেতে চাই, এটা আমাদের হারানো গৌরব, সারা বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নাম এবং ডাক রয়েছে। এই বিমানবন্দরের নাম পরিবর্তন করার মধ্য দিয়ে অর্থাৎ আগের নাম (জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) পুর্নবহাল করা সর্বস্তরের জনগণের দাবি।
বক্তারা আরও বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক, আধুনিক বাংলাদেশের রুপকার, স্বাধীনতার ঘোষক ও স্বাধীনতার প্রতিক। ১৮ কোটি মানুষের প্রানের নেতা জিয়াউর রহমান। সাবেক হাসিনা সরকার প্রতিহিংসায় বশবতী হয়ে জিয়াউর রহমানের নাম পরিবর্তন করেছেন। যা সর্বজন গ্রহণযোগ্য নয়। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পূর্নবহালের এ দাবি কোনো রাজনৈতিক দাবি না।
স্থানীয় বৃহত্তর উত্তরার এলাকাবাসীর পক্ষে ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারের মানববন্ধন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেনী-পেশা ও মত-পথের মানুষ যোগ দেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উত্তরার বিভিন্ন থানা-ওয়ার্ড ও ইউনিটের ব্যানার নিয়ে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন।