রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৪ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

অপপ্রচার ঠেকাতে ফেইসবুককে ব্যবস্থা নিতে হবে: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮

অপপ্রচার ঠেকাতে ফেইসবুককে ব্যবস্থা নিতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ঠেকাতে মেটাকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৮ ডিসেম্বর) মেটার মানবাধিকার নীতি বিভাগের পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। আমরা এর নেতিবাচক প্রভাব মোকাবিলা করছি।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ফেসবুক তরুণদের জন্য অসংখ্য সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ফেসবুকের সঙ্গে কাজ চালিয়ে যাবে।”

মেটার মানবাধিকার নীতি সম্পর্কে ব্যাখ্যা করে মিরান্ডা সিসন্স জানান, মেটা নিশ্চিত করতে সচেষ্ট যে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে।

এ বৈঠকে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-২ সজীব এম খায়েরুল ইসলাম, বাংলাদেশ ও নেপালে মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারোয়ার, মেটার অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সেল নয়নতারা নারায়ণ এবং মেটার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মিসইনফরমেশন প্রধান অ্যালিস বুদিশাত্রিজো।

এ সম্পর্কিত আরো খবর