ভারতকে আমরা ভয় পাই না মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে এই কথা বলে কিছু ঘটনার প্রেক্ষিতে ভারত আমাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা তাদেরকে ভয় পাই না।
কারণ আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি, সেই পরিবর্তন আমাদের সন্তানেরা করেছে। ভারতও আমাদের সেই গণঅভ্যুত্থান ঠেকাতে পারেনি। তারা ভারতসহ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে গণঅভ্যুত্থান কী জিনিস। কাজেই আমরা ভারতকে ভয় পাই না।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে গণ-আকাঙ্ক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ নয়। দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কাজেই আমরা ভীত না। হাসিনা যদি দেশে আসে অবশ্যই তার বিচার হবে। তার বিচার হতেই হবে।
এত মৃত্যু শুধু জুলাই আগস্টে ঘটেনি। গত ১৫ বছরে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, যখন তখন মানুষকে উঠিয়ে নিয়ে গেছে। হাসিনার বিচার এই মাটিতে হবে। শুধুমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, এছাড়া তার এদেশে আসার কোনো অধিকার এবং ক্ষমতা নেই।
গণ-আকাঙ্খা মঞ্চের আহবায়ক আব্দুল মজিদ অন্তরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?