জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে আজই এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনিমেন সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। তিনি জননিরাপত্তা বিভাগের সচিবের পদ থেকে অবসরে পাঠানো মো. জাহাংগীর আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
অন্যদিকে কৃষি সচিবের দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তারের স্থলাভিষিক্ত হচ্ছেন। চুক্তি ভিত্তিতে নিয়োজিত ওয়াহিদা আক্তারসহ ১০ সচিবের চুক্তি আজই বাতিল করেছে সরকার।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?