শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

পাকিস্তানে জরুরি অবতরণ করা বিমানটি দেশে পৌঁছেছে

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২৫

পাকিস্তানে জরুরি অবতরণ করা বিমানটি দেশে পৌঁছেছে

পাকিস্তানে জরুরি অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবশেষে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে বলে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক তোহুরা।

তিনি জানান, ফ্লাইটটি করাচি থেকে সকাল ৯টায় রওনা দেয় এবং চট্টগ্রামে এসে পৌঁছাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে।

তথ্যমতে, বিমানটি জেদ্দা থেকে মঙ্গলবার রাতে (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। তবে যাত্রাপথে এক নারী যাত্রীর অসুস্থতার কারণে বুধবার ভোর ৫টা ১৬ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

ফ্লাইটটি সরাসরি জেদ্দা থেকে চট্টগ্রাম পৌঁছানোর কথা থাকলেও এ ঘটনা যাত্রায় বিলম্ব ঘটায়।

এ সম্পর্কিত আরো খবর