ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলার পর উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরআগে এ হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসের প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে রাজধানীর শাহজাদপুর বাঁশতলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশ সদস্যরা। তাদের পেছনে রয়েছে এপিবিএন এর সদস্যরা।
এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও এ এলাকায় মোতায়েন রয়েছেন।
তবে দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে জড়ো হতে দেখা যায়নি। বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাস অভিমুখী রাস্তায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দাদের যেতে দেওয়া হলেও করা হচ্ছে তল্লাশি।
এ বিষয়ে গুলশান বিভাগ পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলায় ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে একটি সংগঠন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ দুপুর ২টার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?