শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

ধর্মীয় অনুষ্ঠান

ইজতেমায় আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, এবারের বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে। প্রায় ৭ হাজারের মতো আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের কাছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, পুরো ইজতেমা ময়দানকে […]

নিউজ ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৫, ১৬:০২

পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, এবারের বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে। প্রায় ৭ হাজারের মতো আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের কাছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন।

তিনি বলেন, পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলীগের কাজে নিয়োজিত প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে।
ইজতেমা ময়দান এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া র‌্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিডবোট দিয়ে টহল দেবেন। ইজতেমা ময়দানের আশপাশে ২০টি চেকপোস্ট বসানো হয়েছে।
ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার এর মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, তাহেরুল হক চৌহান, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক, মাওলানা মাহফুজুল হক ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলাম ও জীবন

শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ৩১ জানুয়ারী শুক্রবার শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ী নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারী শুরু হয়ে ২ ফেব্রুয়ারী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারী দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ […]

নিউজ ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৫, ১৭:২৭

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ৩১ জানুয়ারী শুক্রবার শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ী নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারী শুরু হয়ে ২ ফেব্রুয়ারী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ।

এরপর ৩ ফেব্রুয়ারী দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারী আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারী তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সা’দ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারী বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সা’দ অনুসারীরা

তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষপর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ বিদেশী আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরী হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশী মেহমানদের থাকার ব্যবস্থা, মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মান করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ ১টি ব্রিজ নির্মান করেছে। এছাড়াও ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র‌্যাব।

এ প্রসঙ্গে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ‘ইজতেমা ময়দানের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করি আগামী শুক্রবার ইজতেমা শুরুর পূর্বেই সকল শেষ হবে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, মুসল্লিদের সেবায় কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। এবার প্রায় সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষনসহ পুরো ময়দান ও আশপাশ এলাকা সিটি টিভির আওতায় আনা হয়েছে।

ইসলাম ও জীবন

রাজধানীর মাখযানুল উলুম মাদরাসার ‘আন্তর্জাতিক ইসলামি সম্মেলন’ আগামীকাল

আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মাদরাসা সংলগ্ন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে রাত ১১ পর্যন্ত। এ সম্মেলনে দাওরায়ে হাদিস, তাফসির, ইফতা, দাওয়াহ এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বুখারি শরিফের শেষ সবক প্রদান করা হবে। […]

নিউজ ডেস্ক

১৬ জানুয়ারী ২০২৫, ১৮:৫৪

আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।
জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মাদরাসা সংলগ্ন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে রাত ১১ পর্যন্ত।

এ সম্মেলনে দাওরায়ে হাদিস, তাফসির, ইফতা, দাওয়াহ এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বুখারি শরিফের শেষ সবক প্রদান করা হবে। প্রধান অতিথি থাকবেন আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি থাকবেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ মুফতি মুহাম্মদ আমিন পালনপুরী, হাটহাজারী মাদরাসার সিনিয়র উস্তাদ শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ।

অনুষ্ঠানে আলোচনা করবেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, পাকিস্তানের আলেম মাওলানা সাইয়েদ ফয়সাল নাদিম শাহ, খতমে নবুওয়াতের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী, শায়খুল হাদিস মাওলানা ওমর ফারুক সন্দিপী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এ ছাড়াও আরও আলোচনা করবেন দেশবরেণ্য আলেম-ওলামা।

সম্মেলনের আয়োজক ও আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল আল্লামা জহুরুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য কেবল একটি অনুষ্ঠান আয়োজন নয়, বরং ইসলামি চেতনাকে সবার হৃদয়ে পৌঁছে দেয়া। এই মহাসম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা আলেমদের একত্রিত করে কুরআন-হাদিসের সুমধুর বাণী এবং ইসলামি শিক্ষার মাধ্যমে মানুষের জীবনকে আলোকিত করতে চাই।

তিনি আরও বলেন, দাওরায়ে হাদিস, তাফসির, ইফতা, দাওয়াহ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান আমাদের প্রতিষ্ঠানটির গর্বিত উদ্যোগ, যা তাদের অধ্যবসায় ও সাফল্যের প্রতি সম্মান জানায়। এতে দেশের লাখো মানুষ তাদের সন্তানদের কুরআনে হাফেজ ও আলেম বানাতে আগ্রহী হবে।

ইসলাম ও জীবন

বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুতিতে দিনরাত এক করছেন মুসল্লিরা

৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ময়দান প্রস্তুত করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। তাবলিগ জামাতের মুসল্লিরা দিনরাত এক করে কাজ করছেন ময়দানে। ইতোমধ্যে ময়দান ছেয়ে গেছে ছামিয়ানায়। দূরদূরান্ত থেকে বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা। আজ সোমবার ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোণে প্রস্তুত করা হচ্ছে বয়ান মঞ্চ। […]

নিউজ ডেস্ক

২০ জানুয়ারী ২০২৫, ২২:০০

৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ময়দান প্রস্তুত করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। তাবলিগ জামাতের মুসল্লিরা দিনরাত এক করে কাজ করছেন ময়দানে। ইতোমধ্যে ময়দান ছেয়ে গেছে ছামিয়ানায়। দূরদূরান্ত থেকে বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা।

আজ সোমবার ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোণে প্রস্তুত করা হচ্ছে বয়ান মঞ্চ। ইজতেমা ময়দান ও আশপাশের রাস্তা মেরামত, পয়ঃনিষ্কাশনের কাজে অংশ নিচ্ছেন রাজধানীর আশপাশসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।

তাবলীগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজামের মিডিয়া সমন্বায়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, যারা ওলামায়ে কেরামদের মহব্বত করেন, দ্বীনকে মহব্বত করেন, হকের পথে চলার চেষ্টা করেন, আলেমদের সাথে আছেন এবং তাদের তত্ত্বাবধানে তাবলীগের মেহনত করছেন তারা ধুলা বালির মধ্যেও ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এবং আখেরি মোনাজাত পর্যন্ত এ কাজ চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন।

এদিকে ইজতেমা ময়দানের পশ্চিমপাশে মুসল্লিদের নদী পারাপারের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী ভাসমান সেতু। ইজতেমা ময়দানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পর্যবেক্ষণে রাখতে ইজতেমা ময়দানের প্রতিটি সীমানায় তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার।

গতকাল রবিবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গী স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম দিনে রাস্তার উপর সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ এবং জরিমানা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইজতেমা ময়দানে প্রবেশের প্রতিটা ফটকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ইজতেমা ময়দান ও এর আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে টঙ্গীতে ছিনতাইয়ের প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি রাখা হবে সাদা পোশাকের পুলিশি টহল।

সরকার ঘোষিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।