চলতি বছর, সৌদি আরবের সরকার ওমরাহ করতে আগত যাত্রীদের জন্য ৫টি রোগের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। এসব টিকা হলো: মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সাল থেকে যাত্রীদের ওই ৫টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও সৌদি সরকারের স্বীকৃত টিকা গ্রহণ করতে হবে, যা দেশটিতে পৌঁছানোর আগে নিতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মেনিনগোকোকাল মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা এর টিকা সব দেশের হজযাত্রীদের জন্য আবশ্যিক। এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, ও আফগানিস্তান থেকে আগত যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়া থেকে আগত যাত্রীদের জন্য পীত জ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া, ওমরাহে আসার জন্য যাত্রীদেরকে ধনুষ্টংকার, হাম এবং অন্যান্য রোগের টিকার ডোজ সম্পূর্ণ করতে বলা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তিতে ওমরাহ যাত্রীদেরকে টিকা সংক্রান্ত সনদ নিজেদের সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, যারা দীর্ঘস্থায়ী (ক্রনিক) অসুস্থতায় আক্রান্ত, তাদেরকে টিকা সনদের পাশাপাশি শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, সৌদি কর্তৃপক্ষের এই নতুন নির্দেশনা ওমরাহ যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হচ্ছে, যা যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে। সূত্র: জিও নিউজ

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?