অলসতা থেকেই অধিকাংশ মানুষ গুনাহের দিকে ঝুঁকে পড়ে। অলসতা একটি ঘৃণিত ও নিন্দনীয় স্বভাব। কর্মহীন বা অলস ব্যক্তিকেই শয়তান বেশি ধোঁকা দেয়। ফলে, অলস ব্যক্তি নিজে যেমন কিছু করতে পারে না, তেমনি অন্যদেরও কিছু দিতে পারে না। ইসলাম অলসতার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে, কর্মঠ হওয়ার উৎসাহ দিয়েছে। রসুল সা. অলসতা ও গুনাহ থেকে বাঁচতে দোয়া করতেও শিখিয়েছেন।
আল্লাহ তায়ালা মানুষকে অলসতা থেকে মুক্ত থাকার নির্দেশ দিয়ে পবিত্র কুরআনে বলেন:
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّٰهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
অর্থ: নামাজ আদায় সম্পন্ন হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। (সুরা জুমা,আয়াত: ১০)
বিভিন্ন হাদিসে অলসতা থেকে মুক্ত থাকার জন্য দোয়া বর্ণিত রয়েছে। তাই, হাদিসে বর্ণিত দোয়াগুলোর ওপর আমল করলে অলসতা এবং গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে।
হযরত রসুলুল্লাহ সা. -কে যখন চিন্তা ও উদ্বেগ চারদিক থেকে জড়িয়ে ধরত, তখন তিনি এই দোয়া করতেন:
اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজ্জি ওয়াল-কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে। (বুখারি শরীফ, হাদিস: ২৮৯৩)
এই ব্যাপারে জগত বিখ্যাত সাহাবি হযরত আনাস রা. বর্ণনা করেন, রসুল সা. চিন্তায় ডুবে থাকলে এই দোয়া পড়তেন। (বুখারি শরিফ, হাদিস: ২৮৯৩)
হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সা.-এর পছন্দের দোয়াগুলোর মধ্যে এই দোয়া ছিল অন্যতম।(বুখারি শরিফ, হাদিস: ৬৩৭৭)
অলসতা একটি মারাত্মক ব্যধি যা মানুষের প্রগতি এবং আল্লাহর ইবাদত থেকে মনোযোগ হরণ করে। ইসলাম অলসতার প্রতি কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে এবং কর্মঠ হওয়ার জন্য উৎসাহিত করেছে। রসুলে আরবি সা. আমাদের জন্য অলসতা থেকে মুক্তির উপায় এবং দোয়া শিখিয়েছেন।
আমাদের উচিত, এই দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা ও কর্মঠ হয়ে নিজেদের জীবনকে সাফল্যমণ্ডিত করা।