পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক, দায়ী আলেম মাওলানা তারিক জামিল তার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেছেন, পুরোনো পাপের কথা স্মরণ করে আল্লাহ কাছে ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তির মাধ্যমে নতুন বছর শুরুর করার কথা বলেন তিনি।
ভিডিও বার্তায় মাওলানা তারিক জামিল বলেন, শেষ হচ্ছে একটি বছর। শুরু হচ্ছে নতুন বছর ২০২৫। নতুন বছরের শুরুতে অনেকেই বিভিন্ন উদযাপনে মেতে উঠে, নাচ-গান, আল্লাহর নাফরমানীতে লিপ্ত হয়।এসব মুসলমানদের কালচার নয়।
মুসলমানদের কালচার হলো সর্ম্পকে তিনি বলেন, আল্লাহর কাছে এই প্রার্থনা করা যে আল্লাহ আপনি এই বছর সুস্থতার সঙ্গে কাটিয়েছেন পরবর্তী বছরটিও সুস্থতার সঙ্গে কাটানোর তাওফিক দিন। আল্লাহর সামনে সিজদাবনত হওয়া এবং গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহর সামনে অশ্রু বিসর্জন দেওয়া জরুরি।
তিনি বলেন, গুনাহের কথা স্মরণ করে এক ফোটা পরিমাণ অশ্রু বিসর্জন জাহান্নামের আগুন মুছে দেওয়ার জন্য যথেষ্ট।
মাওলানা তারিক জামিল বলেন, প্রতিদিনই যখন নতুন দিন শুরু হয় সেই দিনটি মানুষকে আহ্বান করে বলে, হে মানব জাতি! আমি নতুন দিন, নতুন সময়, গতকালের কোনো ছোয়া নেই আমার মাঝে।
এই সময়টাতে যতটুকু সম্ভব নেক আমল করে নাও, কারণ, আজকের দিনটি ফুরিয়ে গেলে তা আর কখনো ফিরে আসবে না।