প্রত্যেক ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পবিত্রতা ছাড়া কোন ইবাদত কবুল হয় না। আর পবিত্রতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো অজু করা। তাই, অজু করার ক্ষেত্রে প্রতিবন্ধক জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।
তবে সাজ-সজ্জায় অনেকেই নেইলপলিশ ব্যবহার করেন, তাহলে কি অজু হবে না? এই বিষয়ে অনেকের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব দেখা যায়। আজকের এই লেখায় তার সঠিক সমাধান তুলে ধরবো , ইনশাআল্লাহ।
ইসলামে সাজ-সজ্জার অংশ হিসেবে নেইলপলিশ ব্যবহার করা জায়েজ। তবে, কিছু শর্ত আছে। নেইলপলিশে যদি কোনো নাপাক বস্তু মেশানো না থাকে এবং তা যদি নখের উপর এমন প্রলেপ তৈরি করে, যা পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং নখের বা চামড়ার ওপর পানি পৌঁছাতে বাধা দেয়, তাহলে নেইলপলিশ লাগানো অবস্থায় অজু শুদ্ধ হবে না। অজু শুদ্ধ না হলে নামাজও হবে না। সেক্ষেত্রে, নামাজ পড়ার আগে নেইলপলিশ তুলে অজু করতে হবে।
তবে, যদি কেউ অজু করে নেইলপলিশ লাগান, তাহলে যতক্ষণ তার অজু থাকবে, ততক্ষণ নেইলপলিশ লাগানো অবস্থায় নামাজ পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই।
এছাড়া, মেহেদির মতো যেসব রঙ চামড়া বা নখের উপর পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না এবং আলাদা প্রলেপ তৈরি করে না, সেই ধরনের রঙ লাগানো অবস্থায় অজু শুদ্ধ থাকবে।
সুযোগ থাকলে, সাজ-সজ্জায় এমন রঙ ব্যবহার করা উচিত, যাতে বারবার অজু ভেঙে যাওয়ার চিন্তা করতে না হয় এবং নামাজের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়।
আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিকভাবে পবিত্রতা অর্জন এবং সাজ-সজ্জা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।