স্মৃতিশক্তি ও মনে রাখার ক্ষমতা আল্লাহর এক বিরাট নেয়ামত। এটি শুধু মানসিক প্রক্রিয়া নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার, যা তাঁর অনুগ্রহ ছাড়া কোনো মানুষ অর্জন করতে পারে না। বিশেষ করে শিক্ষার্থীরা অনেক সময় পড়া মনে না থাকার সমস্যায় ভোগেন।
তাদের অনেকেই মনে করেন, তাদের মেধা ভালো নয় বা তারা কিছু শিখতে পারছেন না। কিন্তু এটা জানা প্রয়োজন, যে কোনো কিছু মনে রাখা বা মুখস্থ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। এর জন্য আল্লাহর সাহায্য ও অনুগ্রহের কোনো বিকল্প নেই।
জ্ঞান বৃদ্ধির অনেক দোয়া ও আমল কুরআন-হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমল করলে ও দোয়া পড়লে আল্লাহ তায়ালা জ্ঞান বাড়িয়ে দেন। কল্যাণকর জ্ঞান দান করেন।
এখানে দুটি দোয়া উল্লেখ করা হলো, যে দুটি পড়লে আল্লাহ তায়ালা স্মরণশক্তি বাড়িয়ে দেবেন। দোয়াটি হলো—
১. দোয়াটি হলো: রাব্বি জিদনি ইলমা।
দোয়াটি অর্থ হলো: হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সুরা তহা, আয়াত: ১১৪)
২.দোয়াটি হলো: সুবহানাকা লা ইলমা লানা, ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
দোয়াটি অর্থ হলো: (হে আল্লাহ) আপনি পবিত্র, আমরা কিছুই জানি না, তবে আপনি আমাদের যা শিখিয়েন। নিশ্চয়ই আপনিই প্রকৃত জ্ঞানী, হেকমতওয়ালা। (সুরা বাকারা, আয়াত: ৩২)
স্মৃতিশক্তি বা ভালো কিছু মনে রাখার জন্য একমাত্র আল্লাহর সাহায্য প্রয়োজন। আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহ ছাড়া কোনো কিছু মনে রাখা সম্ভব নয়।
সেই সাথে, গুনাহ থেকে বাঁচা, নিয়মিত দোয়া ও আমল করার মাধ্যমে আমরা আমাদের জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য চেষ্টা করতে পারি। সঠিক দোয়া ও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে জীবনে সফলতা অর্জন করা সম্ভব।