মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

ইসলাম ও জীবন

সুরা ফাতহ যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:২২

সুরা ফাতহ যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে

ইসলামি ইতিহাস ও বাঙালির বিজয় আকাঙ্ক্ষার মধ্যে গভীর সম্পর্ক লুকিয়ে রয়েছে। পবিত্র কুরআনের সুরা আস সাফের ১৩ নম্বর আয়াত ‘ نَصۡرٌ مِّنَ اللّٰہِ وَفَتۡحٌ قَرِیۡبٌ‏ ’ (আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী) এবং সুরা ফাতহের বিভিন্ন আয়াত বাঙালির বিজয়ের স্বপ্নকে অনুপ্রাণিত করেছে।

সুরা ফাতহতে মহান আল্লাহ বলেন, ‘(হে রাসুল),اِنَّا فَتَحۡنَا لَكَ فَتۡحًا مُّبِیۡنًا নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়।’ (সুরা : ফাতহ, আয়াত : ১) এই আয়াতে মুসলিম উম্মাহকে বিজয়ের আশ্বাস দেওয়া হয়েছে।

আবার, ‘আল্লাহ তো মুমিনদের ওপর সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষতলে আপনার নিকট বায়াত গ্রহণ করল…’(সুরা ফাতহ, আয়াত : ১৮) এই আয়াতে মুমিনদের বিশ্বাস ও ত্যাগের প্রতি আল্লাহর সন্তুষ্টি ও তাদের জন্য বিজয়ের ঘোষণা রয়েছে।

ইতিহাসের পাতায় বিজয় ও পরাজয়

ইসলামী ইতিহাসে বিজয় ও পরাজয়ের অসংখ্য ঘটনা রয়েছে। স্পেনে মুসলিম শাসনের সূচনা, গ্রানাডার বিজয়, সিন্ধু বিজয়, বাংলায় মুসলিম শাসনের সূচনা, মোগল আধিপত্য ইত্যাদি ইতিহাসের গৌরবময় অধ্যায়। তবে, স্পেনে মুসলিম শাসনের পতন এবং বাংলায় পলাশীর যুদ্ধের পর মুসলিমদের পরাজয়ের অন্ধকার যুগও দেখা গেছে।

বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও সুরা ফাতহ

বাঙালির স্বাধীনতা সংগ্রামে সুরা ফাতহের আশার আলো ছিল। মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও ত্যাগের মাধ্যমে বাঙালিরা বিজয় অর্জন করেছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালির জন্য একটি মহান বিজয়।

বিজয়ের পরবর্তী পদক্ষেপ

সুরা নাসরের নির্দেশ অনুযায়ী, বিজয়ের পর মুসলিমদের করণীয় হলো –

আল্লাহর প্রশংসা: বিজয়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা।

ইস্তিগফার: ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা।

মাতৃভূমি প্রেম ও স্বদেশের ভালোবাসা

সুরা আনআমের ৯২ নম্বর আয়াতে মক্কাকে ‘উম্মুল কুরা’ (জনপদের মা) বলা হয়েছে। এটা মাতৃভূমি প্রেমের গুরুত্ব বোঝায়। স্বদেশপ্রেম প্রত্যেক মুসলিমের ঈমানের অবিচ্দ্যছে অংশ।

সুরা সাফ ও সুরা ফাতহ বাঙালির বিজয় আকাঙ্ক্ষাকে অনুপ্রাণিত করেছে। ইতিহাসের উত্থান-পতনের মধ্য দিয়ে বাঙালিরা বিজয়ের স্বাদ আস্বাদন করেছে। বিজয়ের পর মুসলিমদের করণীয় হলো আল্লাহর শুকরিয়া আদায় করা ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করা। মাতৃভূমি প্রেম আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সম্পর্কিত আরো খবর