ঢাকা, একদিকে যেমন স্বপ্নের নগরী, অন্যদিকে তেমন দূষণ, শব্দ ও জনাকীর্ণতার অভিশাপে জর্জরিত। দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত চলমান এই যানজট, ধুলাবালি ও শব্দ দূষণ মানুষকে অতিষ্ঠ করে তুলছে। একটু নিশ্বাস নেওয়ার মতো পরিবেশ খুঁজে পাওয়া যেন অসম্ভব হয়ে পড়েছে।
বিশেষ করে সকালবেলা, যখন মানুষ কিছুটা শান্তি খুঁজে নিতে বের হয়, তখনও রাস্তার দৃশ্য মন খারাপ করে দেয়। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ মানুষের জীবনযাত্রাকে বিষাক্ত করে তুলছে।
ইসলামের দৃষ্টিতে রাস্তার হক
অথচ রাস্তা হলো মানুষ ও যানবাহন চলাচলের জন্য। বড় রাস্তায় তো যানবাহন চলাচল করে। গ্রাম-মহল্লার ছোট রাস্তার মোড়ে অনেক সময় মানুষ দাঁড়িয়ে আড্ডা দেয়। গল্পগুজবে মেতে ওঠে। এতে সাধারণ পথচারীদের অসুবিধা বা কষ্ট হয়। অন্যকে কষ্ট দেওয়া মুমিনের গুণ নয়। যদি রাস্তায় বসতেই হয়, তাহলে রাস্তার হক আদায় করা জরুরি।
ইসলাম শান্তি, সহযোগিতা ও পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। রাস্তা শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। ইসলামে রাস্তার হক সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। হাদিস শরিফে নবী কারীম সা. বলেছেন, তোমরা পথে বৈঠক করা থেকে সাবধান থাকো। তবে যদি বসতেই হয়, তাহলে রাস্তার হক আদায় করতে হবে।(বুখারি শরিফ, হাদিস: ২৪৬৫, ৬২২৯, মুসলিম শরিফ, হাদিস: ১২১১)
রাস্তার হকের মধ্যে রয়েছে –
দৃষ্টি নীচু রাখা: এতে চোখের গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব।
কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা: রাস্তায় ময়লা-আবর্জনা ফেলে অন্যকে কষ্ট দেওয়া মারাত্মক অপরাধ।
সালামের জবাব দেওয়া: এটি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
সৎকাজের নির্দেশ ও মন্দ কাজে বাধা প্রদান করা: মানবজাতির কল্যাণের জন্য সবাইকে এ দায়িত্ব পালন করতে হবে।
আমাদের দায়িত্ব
ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলে যদি রাস্তায় ময়লা না ফেলি, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সচেতন হই, তাহলে ঢাকা আবারো স্বপ্নের নগরী হয়ে উঠতে পারবে।
কিছু আবেদন
সরকারকে উচিত রাস্তা পরিষ্কার রাখার জন্য আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা বৃদ্ধি করার জন্য সরকার ও বেসরকারি সংস্থাকে যৌথভাবে কাজ করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়া উচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা যেতে পারে।
আসুন আমরা সবাই মিলে রাস্তা ব্যবহারে ইসলামের আদর্শ ও নীতিমালা মেনে চলি, সুন্দর পরিবেশ গড়ে তুলি।