মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

ইসলাম ও জীবন

৯ মাসে কুরআন হিফজ করা ৬ বছরের সাফিয়্যার অসাধারণ সাফল্য

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:০০

৯ মাসে কুরআন হিফজ করা ৬ বছরের সাফিয়্যার অসাধারণ সাফল্য

পবিত্র কুরআন হিফজ করতে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগে, তবে মাত্র ৯ মাসে পুরো  ‍কুরআন শরিফ মুখস্থ করেছে ৬ বছর ৪ মাস বয়সি সাফিয়্যা বিনতে মুহাম্মাদ আবুল খায়ের। তার এই অসাধারণ সাফল্য মুগ্ধ করেছে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে।

রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মাদরাসাতুস সুফফা থেকে কুরআন হিফজ সম্পন্ন করে সাফিয়্যা। এর আগে, একই মাদরাসায় এক বছর ধরে কুরআন শরিফ নাজেরা (দেখে দেখে পড়া) করে সে।

সাফিয়ার শুভাকাঙ্ক্ষী আরজে মামুন চৌধুরী জানান, সাফিয়্যার মা হাফেজা ও আলেমা। তার দিকনির্দেশনায় সাফিয়্যার চার বোন ও দুই ভাইও হাফেজ হয়েছেন। তারা সবাই মাত্র পাঁচ থেকে সাত বছর বয়সে কুরআন মুখস্থ করেছেন।

এমন ছোট বয়সে কুরআন মুখস্থ করে সাফিয়্যা এখন শুধুমাত্র তার পরিবারে নয়, বরং পুরো সমাজের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। তার এই অর্জন আমাদের সকলের জন্য একটি মহান দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় অসম্ভব কিছুই নয়।

এ সম্পর্কিত আরো খবর