ইসলামে বিয়ে একটি পবিত্র বন্ধন। সুখী ও সফল দাম্পত্য জীবন গড়ার জন্য অনেকেই আল্লাহর কাছে দোয়া করেন। পবিত্র কুরআনে আমরা দেখতে পাই, নবীরাও তাদের জীবনের বিভিন্ন সমস্যা ও চাহিদার সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাদের দোয়া আমাদের জন্য আদর্শ ও অনুসরণ করার মতো।
সুখী জীবন চেয়ে মুসা আ.-এর দোয়া
ইসলামের ইতিহাসে হযরত মুসা আ.ছিলেন,আল্লাহর একজন অত্যন্ত প্রিয় নবী। তিনি আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন এবং তার সব দোয়া কবুল হয়েছে।হযরত মুসা আ. যখন মিশরে ফেরাউনের অত্যাচার থেকে পালিয়ে নিসা নামক এক মহিলার বাড়িতে আশ্রয় নেন, তখন তিনি আল্লাহর কাছে বিশেষ একটি দোয়া করেন।
সেই দোয়াটি হলো: রাব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খায়রিং ফাকির।
দোয়াটি অর্থ হলো : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা কাসাস, আয়াত: ২৪) আল্লাহ তায়ালা মুসা আ.- এর এই দোয়া কবুল করে তাকে খাদ্য, আশ্রয় ও একজন সৎ চরিত্রের স্ত্রী দান করেন। তাই প্রত্যেক নামাজের পর এ দোয়াটি বেশি বেশি পড়া যেতে পারে ।
সালাতুল হাজত
এছাড়াও, সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের বিশেষ চাহিদার জন্য দোয়া করা । সালাতুল হাজত পড়ার সময় মনোযোগ সহকারে নিজের চাহিদা সম্পর্কে আল্লাহর কাছে প্রার্থনা করা।
দোয়া করার ফলাফল
সুখী দাম্পত্য জীবন: এই দোয়াটি পড়লে আল্লাহ তায়ালা সুখী দাম্পত্য জীবনের জন্য সঠিক সঙ্গী দান করতে পারেন।
আর্থিক সমৃদ্ধি: আল্লাহ তাআলা যেমন মুসা আ.- কে খাদ্য ও আশ্রয় দিয়েছিলেন, তেমনি আমাদেরও আর্থিক সমৃদ্ধি দান করতে পারেন।
আল্লাহর নৈকট্য: আল্লাহর কাছে দোয়া করা আমাদেরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়।
সুতরাং, যারা সুখী দাম্পত্য জীবন ও আর্থিক সমৃদ্ধি চান, তারা এই দোয়াটি নিয়মিত পড়তে পারেন। কেননা হযরত মুসা আ.-এর দোয়া আমাদের জন্য একটি আদর্শ।
এই দোয়াটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সুখী দাম্পত্য জীবন ও অন্যান্য সুখ-সম্পদ কামনা করতে পারি। তবে সর্বদা মনে রাখতে হবে, আল্লাহ তায়ালাই সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কী উত্তম।